পৃথিবী আগাচ্ছে দ্রুত গতিতে। সেই সাথে মানুষেরও বাড়ছে ব্যাস্ততা। একটা সময় মানুষ একটা অজানাকে জানতে অনেক অনেক পাতার বই পড়তো, দিনের পর দিন লাইব্রেরিতে মুখ গুজিয়ে থাকতো!
কিন্ত এখন এই সময়টা হারিয়ে যাচ্ছেই বলা যায়। আমার হাতের মুঠোফোনে সবকিছুই আছে ভেবেই অনেকেই বসে আছি। কিন্ত দরকারের আগে কেউ কিছু সার্চ করছে না।
আচ্ছা আমরা ঐদিকে না যাই। আমরা আজকে দেখব ও, গুগল সার্চের ফিউচার।
আচ্ছা, এখন তো সবাই ভিডিও কন্টেন্ট বেশি দেখে। কন্টেন্ট ক্রিয়েটররাও তাই ভালো ভালো কন্টেন্ট প্রডিউস করছে। ইউটিউবে যাই লিখে সার্চ দেয়া যায় সবই চলে আসছে সাথে সাথে।
কিন্ত একটা সময় সার্চ সেই সার্চটাই মানুষ চোখ বন্ধ করে গুগল ডটকম এ গিয়ে লিখে এন্টার দিতো!
তবে কেন এখন ইউটিউবে সার্চ দিচ্ছে?
আমি একটা বাস্তব উদাহরন বলিঃ-
আমি একটা ব্লগে নিয়মিত লিখি, সেই সাথে আমার নিজেরও একটা ব্লগ সাইট আছে সাথে ইউটিউব চ্যানেল ও আছে। অবাক হওয়ার বিষয় যে, আমার ব্লগ সাইটে আগে ভিজিটর আসতো সবচেয়ে বেশি, ইউটিউবে এভারেজ। কিন্ত সেতা গত ২-৩ বছরে হয়েছে তার উলটো!
সবাই সময় বাচাতে ব্লগের চেয়ে ভিডিও কন্টেন্ট বেশি প্রেফার করে।
তবে ভিডিওতে সব কিছু বলা সম্ভব হয়না যেটা ব্লগ এ সব লেখা সম্ভব। তবে ভিডিওতে একটা জটিল ব্যাপার ও বুঝা খুবই সহজ লাগে বলে আমার ধারনা!
আপনার কি মনে হয়?